খুলনায় মোবাইল কোর্ট লাইসেন্স বিহিন কোচিং সেন্টারকে জরিমানা
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে ২১ জানুয়ারী ২০২২ খ্রিস্টাব্দ থেকে ০৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। এরূপ নির্দেশনা থাকা সত্ত্বেও খুলনা মহানগরীতে বেসরকারি ভাবে পরিচালিত কোচিং সেন্টার ও টিউটোরিয়াল স্কুল গুলোতে সশরীরে উপস্থিত থেকে পাঠদান ও গ্রহণ অব্যাহত রাখা হয় যা সরকারি সিদ্ধান্তের উদ্দেশ্যকে ব্যাহত করছে।
এমতাবস্থায়, আজ (বৃহস্পতিবার) ২৭ জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক ও জনাব শারমিন জাহান লুনা।
এসময় স্বাস্থ্যবিধি অমান্য করার জন্য এবং লাইসেন্সবিহীন কোচিং সেন্টার পরিচালনা করার জন্য কোচিং সেন্টারের সত্ত্বাধিকারীকে জরিমানা করা হয়।
কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোট ১০টি মামলায় ১৬,৫০০/- টাকা জরিমানা করেন। এসময় কোচিং সেন্টারসমূহকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি নির্দেশ বলবৎ থাকা অবস্থায় বন্ধ রাখার জন্য এবং
যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স গ্রহণ করে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য বলা হয়।