খুলনায় মাদক মামলায় তিনজনের ১০ বছর করে সশ্রম করাদণ্ড।
স্টাফ রিপোর্টার
মাদক মামলায় খুলনার একটি আদালত তিনজনের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম করাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সোমবার (১৩ ডিসেম্বর) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর তালারপাড়া এলাকার নুরুল উদ্দিনের ছেলে রাজু আহমেদ ওরফে চুম্বক, একই এলাকার মিনহাজ উদ্দিন ছেলে সাব্বির হোসেন ডিনার ও ওয়হিদের ছেলে টিটোন।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে হোটেল ক্যাসল সালামের বিপরীতে কাঁশফুল পরিবহনের কাউন্টারের সামনে তিনজন ব্যক্তির গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। এ সময় তাদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তারা মাদক বিক্রির উদ্দেশ্যে খুলনায় এসেছিল।
খুলনা থানার এএসআই আশরাফুল আলম বাদী হয়ে মাদক আইনে তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ওই তিনজন আসামি চুয়াডাঙ্গার আরও তিনজন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করে। তাদেরও এ মামলায় পরবর্তীতে গ্রেফতার করা হয়। একই বছরের ১১ মার্চ খুলনা থানার এসআই রাশেদুল ইসলাম ছয়জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন।