বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

খুলনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ১৪৯ বার পঠিত
খুলনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠিত
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু ফিরে এসেছিল বলেই এ দেশ তাবেদারী রাষ্ট্র এবং গৃহযুদ্ধ থেকে রক্ষা পেয়েছিলো। তিনি ফিরে এসে অস্ত্র জমা নিয়ে সকলকে দেশ গঠনে ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি ফিরে এসেছিলেন বলেই ভারত মিত্র বাহিনী ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিলো; রক্ষা পেয়েছিলো নিশ্চিত গৃহযুদ্ধ থেকে দেশ। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বসেরা একজন সংগঠক। সে দুঃসময়ে সাইকেলে চড়ে, পায়ে হেঁটে গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে সংগঠনকে শক্তিশালী করেছিলেন। সে কারণেই বাংলার মানুষ তাকে জীবন দিয়ে ভালোবাসতেন। মানুষের ভালোবাসার কারণেই তিনি সকল গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ী হয়েছেন। জনগণের ভালোবাসার কারণেই পাক বাহিনী বঙ্গবন্ধুকে হত্যা করার দুঃসাহস পায়নি। বাংলার জনগণের ভয়ে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলো। তাঁর অনুপস্থিতিতে অপূর্ণ ছিল স্বাধীনতা। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনেই পূর্ণাঙ্গতা পায় স্বাধীনতা। জনগণ ফিরে পায় তাদের ভালোবাসার মানুষকে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর এই আদর্শ আগামী প্রজন্মকে মনে প্রাণে ধারণ করতে হবে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের কাজ দ্রুত সম্পন্ন হবে।
গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, প্যানেল মেয়র আলী আকবর টিপু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, মো. মফিদুল ইসলাম টুটুল, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, রনজিত কুমার ঘোষ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম। সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, শেখ মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, শেখ নুর মোহাম্মদ, অধ্যা. রুনু ইকবাল, তসলিম আহমেদ আশা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, মীর বরকত আলী, অধ্যা. এ বি এম আদেল মুকুল, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, চ. ম. মুজিবুর রহমান, বাদল সরদার বাবুল, শেখ আব্দুল আজিজ, এমরানুল হক বাবু, এ্যাড. শামীম মোশাররফ, ফায়জুল ইসলাম টিটো, মো. আজম খান, আতাউর রহমান শিকদার রাজু, ওহিদুল ইসলাম পলাশ, মীর মো. লিটন, মো. সিহাব উদ্দিন, কাউন্সিলর কণিকা সাহা, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, মো. আমির হোসেন, আলী আকবর মাতুব্বর, মুন্সি নাহিদুজ্জামান, হাবিবুর রহমান দুলাল, আব্দুল কাদের শেখ, কবীর পাঠান, অভিজিৎ চক্রবর্তী দেবু, জেসমিন সুলতানা, নুর জাহান রুমি, নূরানী রহমান বিউটি, রেখা খানম, রেজওয়ানা প্রধান, সাবিহা ইসলাম আঙ্গুর, ফেরদৌসি আলম রিতা,   মো. জিলহজ্জ হাওলাদার, মো. শহীদুল হাসান, ইখতিয়ার উদ্দিন মোল্লা, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেস, এম এ হোসেন সবুজ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..