খুলনায় জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
খুলনায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার খুলনা জেলা ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন, জাতীয় দৈনিক ভোরের দর্পন পত্রিকার জিয়াউল ইসলাম। সিনিয়র সহ- সভাপতি মনোনীত হয়েছেন, তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চল ও জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার মফিজুল ইসলাম জুম্মান কে নিযুক্ত করে খুলনা জেলা কমিটি গঠন করা হয়েছে। এ দিকে সহ সভাপতি মনোনীত হয়েছেন, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার জাকির হোসেন, এ ছাড়াও সহ সভাপতি মনোনীত হয়েছেন, দৈনিক জন্মভূমি পত্রিকার কে এম আলী আহসান” দৈনিক সবুজ নিশান পত্রিকার বি এম বাবলুর রহমান।
খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক নোয়াপাড়া পত্রিকার কিশোর কুমার” সিনিয়র যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন, ইউ টিভির বি এম শহিদুল ইসলাম” সহ – সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার মানছুর রহমান, সহ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার শেখ মনিরুল ইসলাম” সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক নওয়াপাড়া পত্রিকার সেলিম আহমেদ” সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক পার্লামেন্টারি ওয়াচ পত্রিকার সমীর কুমার হাওলাদার” সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক অমর একুশ পত্রিকার তোফাজ্জল হোসেন” কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন, জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকার উবাইদুল্লাহ” তথ্য ও আইন বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক খুলনা পত্রিকার রবিউল ইসলাম” মহিলা বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক দেশ সংযোগ পত্রিকার কানিজ রুকাইয়া মুক্তা” দপ্তর সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার শেখ ইউসুফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক সকালের কথা পত্রিকার আব্দুল্লাহ আল মামুন” প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার রাজীব হোসেন” ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন, দৈনিক জাহানাবাদ পত্রিকার মজিবর মল্লিক। এ দিকে উক্ত কমিটির কার্যকারী সদস্য মনোনীত হয়েছেন, দৈনিক পুনরুদ্ধার পত্রিকার
আব্দুল কুদ্দুস বীর মুক্তিযোদ্ধা” দৈনিক প্রবর্তন পত্রিকার মোল্লা সাহিদুল ইসলাম ও রিপন বিশ্বাস” দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার আনিসুর রহমান। উক্ত কমিটির সদস্য মনোনীত হয়েছেন,দৈনিক নওয়াপাড়া পত্রিকার
ইমদাদুল হক” দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার শামীম হোসেন” দৈনিক প্রবর্তন পত্রিকার সালাউদ্দিন” দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার আব্দুল্লাহ আল মামুন” দৈনিক আগামীর সংবাদ অনলাইন পত্রিকার কুমারেশ গাইন” দৈনিক উষার আলো অনলাইন পত্রিকার কে এম আলী মামুন” দৈনিক দক্ষিনাঞ্চল প্রতিদিন পত্রিকার আসলাম শেখ” দৈনিক চৌকস পত্রিকার সুজন কুমার বৈদ্য” তেরখাদা প্রেস ক্লাবের সদস্য, দৈনিক কলম কথা ও দৈনিক সত্যের সকাল অনলাইন পত্রিকাসাগর কুমার বাড়ই” দৈনিক পার্লামেন্টারি ওয়াচ তৌফিক বারী উপস্থিত ছিলেন ।