শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন

খুলনায় জাতীয় শোক দিবসে ব্যাপক কর্মসূচি পালন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১১৫ বার পঠিত

খুলনায় জাতীয় শোক দিবসে ব্যাপক কর্মসূচি পালন।

বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।।

খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে। এ উপলক্ষে খুলনায় সোমবার ১৫ আগস্ট দিনের শুরুতে বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে শোক র‍্যালিসহ জেলাৱ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী সৱকাৱী বেসরকাৱী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে এসব আয়োজনে।
১৯৭৫ সালের এই দিনে ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর পুত্র শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল এবং তার পরিবার ও তার আত্মীয়-স্বজনসহ মোট ২৬ জন। তাদের স্মরণে জেলাৱ বিভিন্ন স্থানে শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এবং গরিব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, ডিআইজি খঃ মহিদ উদ্দিন। জেলা প্রশাসক মো: মনিৱুজ্জামান তালুকদাৱ, কেএমপি পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঁইয়া, পুলিশ সুপাৱ মোহাম্মাদ মাহবুব হাসান, খুলনা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ সজন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। অনুরূপভাবে পাইকগাছা উপজেলায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..