“খুলনায় আসক এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ পালিত”
খুলনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগের পক্ষ থেকে র্যালি ও পথ সভার কর্মসূচির আয়োজন করা হয়।
খুলনা প্রতিনিধিঃ
১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। এবারের প্রতিপাদ্য, ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও মানবাধিকারের সুরক্ষা দাও’।
আজ শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল এগারো (১১) ঘটিকায় নগরীর ডিসি অফিস এর সামনে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব তানভীর আহমদ র্যালি উদ্বোধন করেন । র্যালি শেষে শহীদ হাদিস পার্কে একটি পথ সভা আয়োজিত হয়। পথসভা চলাকালে অনুষ্ঠিত খুলনা আসক এর বিভাগীয় সাধারন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওন এর সঞ্চালনায় এবং সহ-সভাপতি মোঃ হুমায়ন শিকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. সুজিত অধিকারী কেন্দ্রীয় উপদেষ্টা আসক ও সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা। বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম বাবলু, সহ সম্পাদক দৈনিক সময়ের খবর, এস এম মাহবুবুর রহমান, সম্পাদক নতুন সকাল, গোলাম সরোয়ার হাওলাদার উপদেষ্টা, আসক খুলনা জেলা। প্রধান আলোচক ছিলেন আব্দুল কাইয়ুম খান, সভাপতি আসক খুলনা জেলা, বক্তব্য প্রদান করেন শরিফ আহমেদ মোল্লা সাধারণ সম্পাদক (আসক) খুলনা জেলা, যুগ্ন সম্পাদক, আবু হামজা বাধঁন মোঃ সাইফুল ইসলাম বাবু, মোঃ আকবর শেখ সহ-সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ, তথ্য আনুসন্ধান কর্মকর্তা মোঃ রবিউল মুন্সি, মোঃ মিরাজ শেখ, মাহমুদ হাসান শামীম, মোঃ রকি, নুরুননবী আকন্দ, জেলা কমিটির শফিকুল ইসলাম, আইয়ুব খান, সহ সাধারণ সম্পাদক, আকতার, আইন বিষয়ক সম্পাদক, মাহমুদুল হাসান শামিম, ক্রীড়া সম্পাদক, আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম, মোঃ আনিসুর রহমান হিরণ, হাসিবুর রহমান হীরা,মোহাম্মদ আকরাম, সাংবাদিক জাফর ইকবাল অপু, সাংবাদিক এস কে জামান, আরো বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা কমিটির সভাপতি ডা. জয়দেব সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লু শেখ, আজীজ মোহাম্মাদ, হাসিব হাসান, রুকাইয়া রোক্সানা, মুক্তাদির হোসেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘণের চরম প্রতিযোগিতা চলছে। গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র এই দুই বিষয়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে মানুষের সব অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সমাবেশে বক্তারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সাথে ‘আসক যাহাতে মানবাধিকার রক্ষায় কাজ করতে পারে তার সহায়ক পরিবেশ সৃষ্টিরও দাবি জানান হয়।