মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

খুলনার বিশিষ্ট জাদুশিল্পী ম্যাজিকস্টার বি.সরকার জাতীয় জাদু উৎসবে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

খুলনার বিশিষ্ট জাদুশিল্পী ম্যাজিকস্টার বি.সরকার জাতীয় জাদু উৎসবে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

বি.সরকার। স্টাফ রিপোর্টার খুলনা।
বাংলাদেশ ম্যাজিক ফেডারেশন আয়োজিত জাতীয় জাদু উৎসব ২০২৩ খুলনার বিশিষ্ট জাদুশিল্পী ম্যাজিকস্টার বি.সরকার অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। গত ৮ জুলাই রাজধানীর ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুন বাগিচায় অনুষ্ঠিত জাতীয় জাদু উৎসব ২০২৩ উপলক্ষে খুলনার বিশিষ্ট জাদুশিল্পী ম্যাজিকস্টার বি.সরকার দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট গ্রহণ করেছেন। “জাদুর আনন্দে রচিব স্মার্ট বাংলাদেশ” শ্লোগানে দিনব্যাপী জাতীয় জাদু উৎসব ২০২৩-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব খলিল আহমদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) জনাব মোহাম্মদ নাছির উদ্দিন, বাংলাদেশ ম্যাজিক ফেডারেশন সভাপতি জনাব মোয়াজ্জেম হোসেন নান্নু। বাংলাদেশের প্রথম সারির ম্যাজিশিয়ানদের উপস্থিতিতে দিনব্যাপী আনন্দের সাথে ম্যাজিক উৎসবে ম্যাজিক শো উপভোগ করেছেন মন্ত্রী মহোদয়, সচিব ও অন্যান্য কর্মকর্তা সহ অগনিত দর্শক। অনুষ্ঠানে খুলনার বিশিষ্ট জাদুশিল্পী ম্যাজিকস্টার বি.সরকার বাংলাদেশ ম্যাজিক ফেডারেশন-এর পক্ষ থেকে জনাব মোহাম্মদ নাছির উদ্দিনের হাত থাকে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট গ্রহণ করেছেন।
বিশিষ্ট জাদুশিল্পী ম্যাজিকস্টার বি.সরকার-এর এ অর্জনে অভিনন্দন জানিয়ে পাইকগাছা প্রেসক্লাব সভাপতি মানবাধিকার কর্মী এড. এফএম রাজ্জাক বলেন আমাদের অহংকার বি.সরকার। তিনি শুধু একজন ম্যাজিশিয়ন নন! তিনি বহুগুণে গুণানিত একজন মানুষ। তিনি সাংবাদিক এবং বিশিষ্ট সমাজসেবক। জাদুশিল্পী হিসেবে তিনি শুধু পাইকগাছা নয়, খুলনা বিভাগের নাম উজ্জ্বল করেছেন। আমি দোয়া করছি বি.সরকার যেন ভবিষ্যতে এভাবে সম্মানের সহিত ম্যাজিক প্রদর্শনী করে সুনাম অর্জন করতে পারেন।
অনুরূপভাবে অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক এম মোসলেম উদ্দিন আহমেদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা উপজেলা সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাইকগাছা উপজেলা সভাপতি সাংবাদিক তৃপ্তি সেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাইকগাছা উপজেলা সভাপতি সমীরণ সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..