খুলনার পাইকগাছায় রাস উৎসবের অনুষ্ঠান।
সামাজিক সম্প্রীতি অটুট রাখতে সকল অপশক্তিকে রুখে দিতে হবে -এমপি বাবু
বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।
খুলনার পাইকগাছায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন সামাজিক সম্প্রীতি অটুট রাখতে সকল অপশক্তিকে রুখে দিতে হবে। তিনি ঐক্যবদ্ধ থেকে সকল অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন। রাস মেলা উদযাপন কমিটির আহবায়ক সন্তোষ কুমার সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলবার সকালে শিববাটী রাস মন্দির প্রাঙ্গনে পৌরসভাস্থ ৬টি পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাসযাত্রা ও রাস পূর্ণিমা উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবু এসব কথা বলেন। তিনি আরো বলেন, সংঘাত নয় শান্তির বাংলাদেশ চাই, ধর্ম যার যার, উৎসব সবার’। কিন্তু কিছু মানুষ আছে যারা এই সম্প্রীতি নষ্ট করতে চায়। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করবে তাদেরকে কোন ছাড় নয়, আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জেলা পূজা পরিষদ নেতা রমেন্দ্রনাথ সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের নেতা এ্যাডঃ অজিত কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সম্পাদক জগদীশ চন্দ্র রায়, প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমান, কবিতা দাশ এবং রাস মেলা উদযাপন কমিটির সম্পাদক হিরেন্দ্র নাথ সানা প্রমুখ। রাস উৎসব উপলক্ষে সকাল ৭ টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণেরর পূজা, অঞ্জলি ও শিববাটি মন্দির সম্মুখস্হ শিবসা নদীতে পূণ্যস্নান এবং প্রসাদ বিতরণেরর মধ্য দিয়ে এ রাস উৎসবের সমাপ্তি ঘটে। এছাড়াও উপজেলার সোলাদানার আমুরকাটা, লতার কাঠামারি সহ বিভিন্ন ইউনিয়নে অনুরুপ অনুষ্ঠান পালিত হয়েছে।