খুলনার পাইকগাছায় পাখিশিকারী এয়ারগান সহ আটক।
বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।
খুলনার পাইকগাছায় পাখিশিকারী এয়ারগান সহ ১০০ রাউন্ড সীসার গুলি ও বিভিন্ন প্রজাতির ৯টি শিকারকৃত পাখি আটক। মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া মাঠ থেকে একজন পাখি শিকারীকে আটক করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন ও ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন। উপজেলার গজালিয়া গ্রামের বাসিন্দা আটককৃত মোঃ কুদ্দুস মোড়লের পুত্র মোঃ হাসিব রহমান (৩২) পাখিশিকারীর নিকট থেকে একটি এয়ারগান, ১০০ রাউন্ড সীসার গুলি ও বিভিন্ন প্রজাতির ৯টি শিকারকৃত পাখি জব্দ করা হয়। এ খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শিকারী মোঃ হাসিব রহমানকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৮ ধারা মোতাবেক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত এলাকাবাসীর সম্মুখে পাখি শিকার না করার জন্য সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।