মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছার হত্যা মামলার আসামী গ্রেপ্তার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ বার পঠিত

খুলনার পাইকগাছার হত্যা মামলার আসামী গ্রেপ্তার।

 

বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।

 

খুলনার পাইকগাছাস্থ চাঁদখালীর রেনু বেগম হত্যা মামলায় প্রধান আসামীকে পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করেছে। থানা পুলিশ নিশ্চিত করেছেন, পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমানের দিক নির্দেশনায় শুক্রবার সকালে ঢাকার আমিন বাজার এলাকা থেকে এসআই আনজীর হোসেন, এসআই হাফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শুকুর আলী গাইনকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, গত ১০ আগস্ট বিকেলে চাঁদখালীর চককাওয়ালীতে সামান্য জিলাপী বিতরন নিয়ে কথাকাটাকাটির জেরে শুকুর আলী গাইন রেনু বেগম( ৫০)-কে মাথায় হাঁতুড়ির আঘাতে গুরুতর ভাবে জখম করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়। সর্বশেষ ২১ দিনপর শনিবার বিকেলে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেনুর মৃত্যু হয়। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ইতোমধ্যে শুকুর আলী গাইন ও অন্যদের বিরুদ্ধে থানায় দায়েরকরা মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..