খুলনার পাইকগাছায় বিএনপি-জামায়াত’র বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কৃষক লীগের বিক্ষোভ মিছিল।
বি.সরকার, স্টাফ রিপোর্টার খুলনা।
খুলনার পাইকগাছায় বিএনপি-জামায়াতে-র বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা কৃষকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ এ্যাডঃ সোহরাব আলী সানা। উপজেলা কৃষকলীগের আহবায়ক এ্যাডঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহ-সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইকরামুল ইসলাম, শামসুর রহমান, সুভাষ রায়, পৌর কৃষকলীগের আহবায়ক ফারদিন রায়হান জিতু, সদস্য সচিব মোঃ শফি মোড়ল, চাঁদখালী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল করিম মোড়ল সহ কৃষকলীগ নেতা মোঃ হাফিজুর রহমান হাফিজ, জি এম আজিজুল ইসলাম, মোঃ লিটন গাজী, বিশ্বনাথ মন্ডল, মোঃ রফিকুল ইসলাম, অমরেশ গাইন, মোতলেব মালি, সদানন্দ রায়, বিপুল বিশ্বাস, সুভাষ চন্দ্র মন্ডল, বিপুল বিশ্বাস, নুরুল ইসলাম, উপেন্দ্র মন্ডল, শফিকুল ইসলাম, জুলফিকার আলী, মোঃ ইউসুফ আলী, মোঃ খায়জুদ্দীন, জাহান আলী, বাপ্পী রায়হান, গোবিন্দ মন্ডল, রঞ্জন, ক্ষীতিস বাছাড়, মহিদুল ইসলাম, মোক্তার আলী, দেবাশিষ সরকার, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রসূল গাজী, অহিদুজ্জামান, পল্লব সহ দলীয় নেতাকর্মীরা।