খুলনার তেরখাদায় নবনির্মিত শেখ হাসিনা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার আওতাধীন তেরখাদা উপজেলার ইন্দুহাটী নেপাল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত শেখ হাসিনা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ১০২ , খুলনা- ৪ আসনের সংসদ সদস্য সফল ব্যবসায়ী সাবেক কৃতি ফুটবলার শিল্পপতি আব্দুস সালাম মূর্শেদী। উক্ত অনুষ্ঠান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সহযোগিতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে তেরখাদা উপজেলার ইন্দুহাটী নেপাল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত শেখ হাসিনা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ইন্দুহাটী এন সি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক (রাজার) সভপতিত্বে শিক্ষক বিজন কুমার মল্লিক ও কন্ঠ শিল্পী রাজীব সরকারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছায় সেচ্ছাসেবী সংগঠন ইনভয় গ্রুপের পরিচালক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিণী মিসেস সারমিন সালাম মূর্শেদী ।
খুলনার তেরখাদা উপজেলায় ইন্দুহাটী এন সি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত শেখ হাসিনা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলেওয়াত করেন ছামিউল ইসলাম ও পবিত্র গীতা পাঠ করেন সৌরভ বিশ্বাস। এ দিকে নবনির্মিত শেখ হাসিনা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের অতিথি বৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত গানের মধ্য দিয়ে অনুষ্ঠানে বরণ করা হয়। এ সময় তেরখাদা উপজেলার ইন্দুহাটী নেপাল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত শেখ হাসিনা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা : আবিদা সুলতান , উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম শহীদ , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম , তেরখাদা থানা ইনচার্জ মোঃ জহিরুল আলম , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন , নির্বাহী প্রকৌশলী, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান , মোঃ সাজ্জাদ হোসেন , ১নং আজগড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় , ২নং বারাসাত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম আলমীর হোসেন , ৫নং তেরখাদা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান অহিদ , ৪ নং সাচিয়াদহ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বুল বুল আহমেদ , ৪ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উকিল উদ্দিন লস্কর , তেরখাদা উপজেলা প্রেস ক্লাবের প্রধান কর্মকর্তা বিশিষ্ট সাংবাদিক এ জি এম বাসিতুল হাবিব প্রিন্স , তেরখাদা প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মফিজুল ইসলাম জুম্মান , যুবলীগের সভাপতি এফ এম মফিজুর রহমান , মিজানুর রহমান হিরাঙ্গীর , মো আরিফ হাসান সহ তেরখাদা উপজেলা আওয়ামীলীগেল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন ইন্দুহাটী এন সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি কুমার মজুমদার , বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ আল আমিন, অভিভাবক সদস্যদের পক্ষে আবুল কালাম বিশ্বাস সহ আরো অনেকে।