খুলনার চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত।
বরুণ কান্তি মন্ডল, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
খুলনার চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি (পৌর মেয়র) সনত কুমার বিশ্বাস নির্বাচিত।
দাকোপ উপজেলা সদর চালনা কার্ত্তিক চন্দ্র (কেসি) পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে বীনা প্রতিদ্বন্দিতায় চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস সভাপতি নির্বাচিত হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, বুধবার সকালে চালনা কার্ত্তিক চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন উপলক্ষে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সদ্য নির্বাচিত ৮ জন সদস্যর উপস্থিতিতে ভোট গ্রহণের চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় নির্বাচিত ৮ জন সদস্যর মধ্যে একজন সদস্য চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাসের নাম প্রস্তাব করলে তখন ওই পদে অন্য কোন প্রার্থী না থাকায় উপস্থিত নির্বাচিত অন্যান্য সদস্যরা সনত কুমার বিশ্বাসকে সমর্থন দিয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেন। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোহেল হোসেনের সাথে কথা হলে তিনি এ নির্বাচনের সত্যতা স্বীকার করেন