বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

খুলনায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ভোদন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৮২ বার পঠিত

খুলনায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ভোদন।

বরুণ কান্তি মন্ডল খুলনা বিভাগীয় ব্যরো প্রধান।
খুলনায় প্রায় দু’দশক পর আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার (২৪ জামুয়ারি) বেলা ১২ টার দিকে শুরু হয়েছে। যুবলীগের চেয়ারম্যান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বেলুন ও শান্তুির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠনের এ সম্মেলন ঘিরে সকালে থেকেই গোটা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলার উপজেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যুব সংগঠনের নেতাকর্মীরা শিবাবাড়ি মোড়ের সম্মেলন স্থলে জড়ো হচ্ছেন। তাঁরা ঢাক-ঢোক বাজিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের রঙবেরঙের প্রতিকৃতি বহন করছেন্। এই সম্মেলনের মধ্য দিয়ে তিন বছরের জন্য জেলা ও মহানগরের যোগ্য প্রার্থীর কাঁধে তুলে দেয়া হবে নতুন নেতৃত্ব।ফলে অনেক পদ প্রত্যাশী নেতা তাদের সমর্থকদের টি-শার্ট, ক্যাপ ও হেডব্যাণ্ড দিয়ে সাজিয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি রয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপি। সম্মানিত অতিথি রয়েছেন আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে রয়েছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ�

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..