খুলনায় মাদক বিরোধী অভিযানে ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ খুরশিদ আলম(৩৪), পিতা-মৃত: ফজলুর রহমান, সাং-শেখপাড়া লোহাপট্টি, থানা-সোনাডাঙ্গা মডেল মোঃ জাফর হাওলাদার(৩৬), পিতা-মৃত: তামজেদ আলী হাওলাদার, সাং-খানজাহান নগর, থানা-হরিণটানা মোঃ সাজু(২৬), পিতা-মোঃ সেলিম, সাং-নয়াবাটি, থানা-খালিশপুর মোঃ রেদোয়ান বাবু@চুয়া(২২), পিতা-মোঃ জুম্মান খান, সাং-নয়াবাটি, থানা-খালিশপুর শেখ আজিমুল হক আজিম(৩৯), পিতা-শেখ ইকরামুল হক, সাং-আঞ্জুমান মসজিদ রোড, থানা-দৌলতপুর টিপু শেখ(৪০), পিতা-খায়ের শেখ, সাং-বারাকপুর গাজীবাড়ি, এ/পি সাং-দেয়ানা, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা এবং আবু বক্কর সিদ্দিক(২১), পিতা-মোঃ আলমগীর হোসেন, সাং-মিস্ত্রিপাড়া খালপাড়, থানা-খুলনা, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৫ বোতল ফেন্সিডিল, ১২০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।