খুলনায় পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক উত্তম কাজের স্বীকৃতি পুরস্কার প্রদান
মোঃ মামুন হাচান বিশেষ প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ০৩:১০ ঘটিকায় কেএমপি’র পুলিশ কমিশনারের কার্যালয়ে পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় কেএমপি’র গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ এসআই (নিঃ)/সেলিম হোসেন; এসআই (নিঃ)/বিধান চন্দ্র রায়; এএসআই (নিঃ)/শিমুল ঘোষ এবং লবণচরা থানা পুলিশ কর্তৃক ০১ কেজি গাঁজা ও ৬২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতারের স্বীকৃতি স্বরুপ এসআই (নিঃ)/মোঃ মেহেদী হাসান মিশন; এএসআই (নিঃ)/এমদাদুল হক; কনস্টেবল/আশরাফুল আলম’কে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
এ-সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব এসএম ফজলুর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু।