শাওন আহমেদ সিনিয়র স্টাফ রিপোর্টার খুলনা:
#খুলনায়_করোনাকালীন_স্বাস্থ্যবিধি_প্রতিপালন_নিশ্চিতকল্পে_মোবাইল_কোর্টের_অভিযান
#মহানগরে_৩১_মামলায়_৩১_জনের_১১২৫০_টাকা_জরিমানা
করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে আজ খুলনা মহানগর ও উপজেলাতে পরিচালিত হয় মোবাইল কোর্ট। মহানগরে খুলনা জেলা প্রশাসনের চার জন এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট জনাব সালাহউদ্দিন দিপু, জনাব মোঃ রাকিবুল হাসান, জনাব মোঃ তাহমিদুল ইসলাম এবং জনাব শারমিন জাহান লুনার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
খুলনা মহানগরীতে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনাকালে মোট ৩১টি মামলায় ৩১ জনকে ১১,২৫০/- টাকা জরিমানা করা হয়েছে। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এবং ‘দণ্ডবিধি, ১৮৬০’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়।
অভিযানে পুলিশ, আনসার ও এপিবিএন এর সদস্যগণ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।