বিশেষ প্রতিনিধি সারোয়ার মৃধা ঃঃ চিটাগাং রোড এলাকায় অনেক অসহায় মানুষ বসে আছে আপনার আমার মত পথচারী আশায় কখন 2 এক 1 জন লোক আসবে তাদের কাছ থেকে হাত পেতে কিছু পাবার আশায় আমরা তো অনেকেই এইসব মানুষ দেখলে এড়িয়ে যাই গুলো হচ্ছে কিছু লোভী মানুষের জন্য যারা সব কিছু থাকা সত্ত্বেও রাস্তায় নেমে পড়েন ভিক্ষা নামক ব্যবসা করতে এই সব মানুষের কারণেই আজকে মানুষ ভিক্ষুক দেখলেই বলে সামনে যাও অন্য জায়গায় দেখো কিংবা বিজি আছি আবার কেউ বলে ভাংতি নেই আবার কেউবা বলে ব্যবসা পাইসো আসলে এখন এইগুলো হিসেব করার সময় না একটা কথা মনে রাখবেন এই করোনাভাইরাস যারা রাস্তাঘাটে অসহায় মানুষ আছে তাদের কে আমাদের সাহায্য করতে হবে আমাদের মায়া হয় মানুষের পাশে দাঁড়াই যারা সত্যি খেতে পারছেন না