খানপুর হাসপাতালে র্যাব ও জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযান: নারীসহ ১৫ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জে সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার নির্দেশনায় জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে নারীসহ ১৫ জন দালালকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ জন পুরুষ এবং ৮ জন নারী দালালকে গ্রেফতার করা হয়, যারা দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে ও আশপাশে রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, বেসরকারি ক্লিনিকে রোগী পাঠানো এবং দালালি কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা যায়।
অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির। অভিযানকালে উপস্থিত ছিলেন র্যাব-১১ এর এএসপি আল মাসুদ খানসহ র্যাবের একটি চৌকস টিম।
অভিযানে ধরা পড়া দালালদের মধ্যে পুরুষদের প্রত্যেককে ৭ দিন করে এবং নারীদের ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির সাংবাদিকদের বলেন,
“আপনারা জানেন, জেলা প্রশাসকের নির্দেশে নারায়ণগঞ্জের সব সরকারি প্রতিষ্ঠানকে দালালমুক্ত করার অভিযান চলছে। তারই অংশ হিসেবে আজ আমরা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এই অভিযান পরিচালনা করেছি। যাচাই-বাছাই করে ১৫ জন দালালকে আটক করা হয়েছে। পুরুষ ও নারী উভয়ের বিরুদ্ধেই প্রমাণ পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “জনসাধারণের ভোগান্তি দূর করতে এবং সরকারি সেবার মান উন্নত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই দালাল চক্রকে ছাড় দেওয়া হবে না।”
এ সময় হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত রোগী ও স্বজনেরা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এমন অভিযান চালানোর আহ্বান জানান।