শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

কোনো অনির্বাচিত সরকার কখনো জনগণের আশা পূরণ করতে পারে না : আউয়াল মিন্টু।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পঠিত

কোনো অনির্বাচিত সরকার কখনো জনগণের আশা পূরণ করতে পারে না : আউয়াল মিন্টু।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব বরগুনা থেকে।

জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘বিএনপি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে কোনো অনির্বাচিত সরকার কখনো জনগণের আশা পূরণ করতে পারে না। এখন পর্যন্ত মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করছে, তার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হলো নির্বাচন। নির্বাচনের মাধ্যমে আমরা দায়িত্বশীল, কর্তব্যশীল এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বরগুনা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে জেলা বিএনপির সঙ্গে বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আবদুল আউয়াল বলেন, ‘
আওয়ামী লীগ সরকারের আমলা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার কথা উল্লেখ করে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা কি কম নির্যাতিত হয়েছি? আমাদের বিএনপির বিরুদ্ধে প্রহসনমূলক প্রায় ১ লাখ ৬০ হাজার মামলা করা হয়েছে। সেই মামলায় আমাদের ৬০-৬২ লাখ নেতা-কর্মী আসামি হয়েছে। ১৭ বছর থেকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে-আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা অত্যাচারিত, লাঞ্ছিত ও নির্যাতিত হয়েছি। আমরা ওই সরকারকে বিতাড়িত করে প্রাথমিক বিজয় অর্জন করেছি। কিন্তু আমদের ১৭ বছর আন্দোলন-সংগ্রামের সফলতা এখনো আসেনি। আমাদের আন্দোলন সংগ্রাম-এখনো অব্যাহত আছে।’

বিএনপির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আরেক সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, কেন্দ্রীয় বিএনপির সহ–বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম,
এছাড়াও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ ফারুক, যুগ্ন আহবায়ক মেঃ ফজলুল হক মাস্টার সহ
বরগুনা জেলার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..