শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

কোকাকোলা হ্রদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৩৫ বার পঠিত

কোকাকোলা হ্রদ

জসীমউদ্দীন ইতি

ব্রাজিলের রিও গ্রান্দে দেল নর্তেতে অবস্থিত বিস্ময়কর এই হৃদটি।
অন্যান্য হৃদের মতো এর পানি স্বচ্ছ নয়। ঠিক কোকাকোলার ন্যায় এই হৃদের
পানি। তাইতো পর্যটকদের আকর্ষণের মূলকেন্দ্রে আছে এই হৃদটি। অনেকেই এই
হৃদে সাঁতার কাটার স্বপ্ন দেখেন! কোকাকোলা হৃদ নামে সারা বিশ্বে এটি
পরিচিতি পেলেও স্থানীয়রা লেকটিকে লাগোয়া দা আরারাকুয়ারা নামেই জানেন। এই
উপহ্রদের সামনে গিয়ে দাঁড়ালেই এর টের পাবেন কোকাকোলা নামকরণের সার্থকতা।

ঠিক কোকাকোলার মতো হলেও; এই হ্রদের পানিতে থাকা উপকরণগুলো ভিন্ন এবং নেই
কোনো কার্বোনেশন। ক্যারামেল নয়, বরং আয়রন ও আয়োডিনের সংমিশ্রণ এবং তীরে
জন্মানো নলখাগড়ার পিগমেন্টেশন একসঙ্গে মিশে গিয়েই পানির রং কালচে ও
বেগুনি হয়েছে।

গরমে এই হ্রদে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। কোকাকোলা উপহ্রদের অগভীর পানি
এ সময় বেশ গরম থাকে। পরিবার-পরিজন নিয়ে এ সময় সবাই হৃদের উপকূলে অবসর সময়
কাটান। কেউবা পানিতে সাঁতার কাটেন।

এই হৃদের পানির ভিন্ন রং নিয়ে অনেকের মনেই সংশয় জাগে। অনেকেই মনে করেন,
যে রাসায়নিক বিক্রিয়ার ফলে পানির রং কোকাকোলার মতো ধারণ করেছে; তা
মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিষয়টি তেমন নয়। কারণ
অনেক পর্যটকও এই পানিতে গোসল করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..