বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

কেরানীগঞ্জ মডেল থানাধীন বিপুল পরিমান মাদক সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৯ বার পঠিত

কেরানীগঞ্জ মডেল থানাধীন বিপুল পরিমান মাদক সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি:

কেরানিগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে কেরানিগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আটি বাজার সংলগ্ন হুমায়ুন হাউজিং এর অন্তর্গত জনৈক আলী আহম্মদ এর ভবনের ৪র্থ তলা হতে
বিপুল পরিমান মাদকদ্রব্য (ইয়াবা) সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। উল্লেখিত ঘটনার বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফাতারকৃত আসামীর নাম ও ঠিকানা:-
০১।মোঃ জাকির হোসেন (৩০), পিতা- মৃত আব্দুল হানিফ মাদবর, মাতা- মোসাঃ মনোয়ারা বেগম, সাং- আটি বাজার হূমায়ুন হাউজিং, আহম্মদ আলির বাড়ির ভাড়াটিয়া, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা –ঢাকা(ভাসমান) ০২।মোঃ রাব্বী(৩১), পিতা- কাজী বাবুল@টেইলার্স বাবুল, মাতা- রানী বেগম, সাং- রায়েরবাজার কমিউনিটি সেন্টার দুর্গা মন্দির গলি, সিরাজ সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, জেলা- ঢাকা(ভাসমান)

আসামীদের পিসিপিআর:-

০১) ০১ নং আসামীর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং ১১(১০)২৪, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ১০(ক)
০২) ০২ নং আসামীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানার মামলা নং ৩৪(১১)২০১৬,ধারা ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর ১(ক)/৯(খ) এবং মোহাম্মদপুর থানার মামলা নং ০১(১১)২০১৯, ধারা – ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর ৮(খ) রয়েছে।
মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

উদ্ধারকৃত ও জব্দকৃত আলামতের বর্ণনা:-
০১) ধৃত আসামী জাকির হোসেন এর দেহ তল্লাশী করাকালে তাহার জিন্স প্যান্টের ডান পকেট হতে
নীল রঙের জীপারে রক্ষিত ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং
০২) ০২ নং আসামী মো: রাব্বী(৩১) এর পরিহিত ট্রাউসারের বাম পকেট হইতে নীল রঙের জীপারে রক্ষিত ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..