কেএমপি’র অভিযানে ২২০ ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ মামুন স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী সাতক্ষীরা আশাশুনি থানা আনুলিয়া একসারা গ্রামের
মৃত আনছার সরদারেরছেলে দ্বীন ইসলাম (২৫) তিনি বর্তমান বয়রা পূজাখোলা শ্মশানঘাট রাশেদুলের বাড়ির ভাড়াটিয়া।
খুলনা ৭৮ স্যার ইকবাল রোড
বইতিপাড়ার মৃত সুনীল কুমার বণিকের ছেলে সুকান্ত বণিক (৪৩) ,
খুলনা ২৭ মিউনিসিপ্যাল ট্যাংক রোড মিনা মঞ্জিল মৃত তাজুল ইসলামের ছেলে আল মামুন ইমন ( ৪২),
খুলনা ২২, টুটপাড়া মেইন রোড, এ/পি নং-২৭/১, বাবুখান রোড, পলাশের বাড়ীর ভাড়াটিয়া, পিতা মোঃ ইকরামুল কবির স্বামী ইকরামুল কবিরের স্ত্রী শ্রাবণী কবির কে সোনাডাঙ্গা ও খুলনা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।