কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
মোঃ মিজানুর রহমানঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের সাবেক সভাপতি,সাবেক উপজেলা চেয়ারম্যান,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন,শেরপুরের কৃতি সন্তান তুখোড় ছাত্রনেতা বদিউজ্জামান বাদশা বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন।তিনি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিতে সম্পৃক্ত হন।তিনি তাঁর কর্মের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে কৃষিবিদদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।উল্লেখ্য,কৃষিবিদ বদিউজ্জামান বাদশা (৬৩) রোববার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোঃ মিজানুর রহমান
মোবাঃ ০১৯১১৫৫৮৮৬৩