সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

কৃষক সমাবেশ ও বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত।।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ বার পঠিত

কৃষক সমাবেশ ও বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত।।

বাকিরুল ইসলাম,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে শনিবার সকাল ১০ ঘটিকায় বোরো মৌসুমের উফশী আগাম জাতসমূহ চাষাবাদের মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ শীর্ষক আলোচনা সভা ও ফসল কর্তন, কৃষক সমাবেশ ও বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিঞার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সালের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: জেসমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডা: ইউনুস আলী, মো: ছামিউল বি. এস সি কৃষক লীগ মেলান্দহ উপজেলা শাখা, এ সময় কৃষকদের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন – উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, এ সময় বক্তারা কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে কৃষি ক্ষেত্রে মিষ্টি পানির অভাব ও লবণাক্ততা দূরীকরণের গভির নলকূপ প্রতিপস্থাপন। সরকারি খাস জমি দখল মুক্ত করে খাল খনন করা। কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণের জন্য সংরক্ষণ কেন্দ্র স্থাপন। কৃষি ক্ষেত্রে সরকারের প্রণোদনা ও অনুদান প্রকৃত কৃষকদের মাঝে সুষম বন্টন। নদী বৃষ্টিতে ইউনিয়নের চতুর্দিকে টেকসই ভেরীবাঁধ নির্মাণ ও সুইজগেট পুনঃনির্বাণের ব্যবস্থা। সহজ মূল্যে সার, বীজ ও কীটনাশকের ব্যবস্থা। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ সহ বিভিন্ন বিষয় দাবি দাওয়া উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এস এল ৮ এইচ, এসি আই-১ ও সিনজেন্টা-১২০৩ ধান কৃষকদের হাতে তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..