কৃষক লীগ নেতা ইকবালের বিরুদ্ধে জমি দখল ও ছাত্র আন্দোলনে গুলির অভিযোগ
ঢাকা জেলা প্রতিনিধিঃ
কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ইকবালের বিরুদ্ধে পৌরসভার জমি দখল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তার স্ত্রী তন্দ্রা ইয়াসমিন পৌরসভায় কর্মরত থাকার সুযোগ নিয়ে জমি সংক্রান্ত তথ্য তার স্বামীকে সরবরাহ করেন। এরপর ইকবাল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই জমির মালিকদের উচ্ছেদ করে নিজ দখলে নেন।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভার গুরুত্বপূর্ণ জমিগুলো নিয়ে যখনই কোনো সমস্যা দেখা দেয়, তন্দ্রা ইয়াসমিন সেই তথ্য ইকবালকে দেন। এরপর ইকবাল তার ক্ষমতা ব্যবহার করে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখান, মিথ্যা মামলা দেন, এমনকি প্রয়োজনে সন্ত্রাসী বাহিনী দিয়ে দখল নিশ্চিত করেন। এর ফলে বহু মানুষ তাদের মূল্যবান জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন।
এদিকে, ইকবালের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত থাকা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানো। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের সময় ছাত্রদের দমন করতে ইকবাল ও তার অনুসারীরা অস্ত্র হাতে নেমে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে তারা গুলি ছোঁড়েন, যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
এ ঘটনায় সাধারণ মানুষসহ ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত ইকবাল ও তন্দ্রা ইয়াসমিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে ইকবাল ও তার স্ত্রীর পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি। প্রভাবশালী হওয়ায় অনেক সময় ব্যবস্থা নিতে অসুবিধা হয়, তবে অপরাধ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। তবে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় এখনো ইকবাল ও তার অনুসারীরা স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।