শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

কৃত্রিম পায়ে মাদক পাচারে আটক ২ জব্দ এম্বুলেন্স

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৯৮ বার পঠিত

 

কৃত্রিম পায়ে মাদক পাচারে আটক ২,জব্দ এ্যাম্বুলেন্স

রংপুর জেলা প্রতিনিধি সালাউদ্দিন সুমন:

রাজশাহী থেকে রংপুরগামী একটি এম্বুলেন্সে আসা পঙ্গু ব্যক্তির কৃত্রিম নকল পায়ের ভিতর থেকে ৪২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও এম্বুলেন্সটি জব্দ করা হয়।

রংপুরে র‍্যাব-১৩ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

তিনি জানান,বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে গাইবান্ধার পলাশবাড়ী থানার বাসস্ট্যান্ডের পাশে মহাসড়কের চেকপোস্টে সন্দেহজনক একটি একটি এম্বুলেন্স আটকায় র‍্যাব-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল। পরে এম্বুলেন্সে থাকা পঙ্গু ব্যক্তির কৃত্রিম পায়ের ব্যাপারে সন্দেহ হলে তল্লাশি চালায় র‍্যাব। এবং সেখান থেকে ৪২০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা এর আগেও একই কৌশলে রাজশাহী থেকে রংপুরে মাদক পাচার করেছে বলে জানায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..