কুড়িগ্রাম এ ফেনসিডিল সহ আটক ৩
আরিফুল ইসলাম জয়
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী অভিযানে ১১ বতল ফেনসিডিল সহ তিন মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। ১৪ নভেম্বর সোমবার দিবাগত রাত তিনটার দিকে তাদেরকে আটক করে।
আটক কৃত কুখ্যাত মাদক কারবারিরা হলো ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিক কাজী এলাকার মৃত আক্তার আলীর ছেলে মোঃ মাহাবুর রহমান(৩৫),মৃত তোতামিয়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম লাকী (৩৬),ও জব্বার আলীর ছেলে মোঃ সলিম উদ্দিন (৩৬)।
পুলিশ সুত্রে জানাযায় ১৪ নভেম্বর সোমবার দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মানিক কাজী গ্রামের অভিযান চালিয়ে এই তিন জনকে ১১বতল ফেনসিডিল সহ হাতে নাতে আটক করা হয় কুখ্যাত ৩ মাদক কারবারি ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন আটকৃত দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।