কুড়িগ্রামে র্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক,
এসএম আলীরাজ হোসাইন, ভ্রম্যমান প্রতিনিধি,
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৬৫৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ আনারুল ইসলাম ওরফে আঙ্গুর(২৫)কে আটক করেছে রংপুর র্যাব-১৩। সে পশ্চিম রামখানা এলাকার লোকমান আলীর পুত্র।
জানা গেছে, বুধবার(৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ এর একটি আভিযানিক দল নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা গ্রামে অভিযান চালিয়ে ৬৫৯ পিস ইয়াবাসহ আনারুল ইসলাম ওরফে আঙ্গুর(২৫)কে আটক করা হয়।
রংপুর র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ এএসপি মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। সুতরাং গোয়েন্দা গোপন সাংবাদের ভিত্তিতে জানা গিয়েছে আটকৃত আসামি দীর্ঘ অনেকদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে মাদক চোরাকারবারি করে আসছিল বলে জানা গিয়েছে, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।