শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ধরলা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১১১ বার পঠিত

কুড়িগ্রামে ধরলা নদীতে গোসলে নেমে নিখোঁজের ৫ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

 

আরিফুল ইসলাম জয়

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

 

কুড়িগ্রাম সদরের ধরলা সেতুর পুর্ব পাড়ে নদীতে গোসল করতে নেমে আসাদুজ্জামান শুভ নামের দশম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজের ৫ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার দুুপুর ১টার দিকে শুভ তার দুই বন্ধু জয় ও তরঙ্গ মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে গিয়ে শুভ পানিতে ডুবে যায়। বাকী দুই বন্ধু সাঁতারে পাড়ে উঠতে পারলেও শুভ পানির নীচে চলে যায়। পরে স্থানীয় মানুষজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। বিকেল সাড়ে পাঁচটায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজের আধা ঘন্টার মধ্যে ঘটনাস্থল থেকেই শুভর মরদেহ খুজে পায় ডুবরী দল।

 

নিহত শুভ সদর উপজেলার পাটেশ্বরী এলাকার তাজুল ইসলামের ছেলে। সে কুড়িগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, ডুবরী দল প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় নিখোঁজ শুভর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..