রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

কুড়িগ্রামেব গাজা সহ আটক ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩১ বার পঠিত

কুড়িগ্রামেব গাজা সহ আটক ১

আরিফুল ইসলাম জয়
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অটোরিকশায় করে পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ মফিজুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার গাগলা বাজারের পশ্চিমে হাড়িয়ার ডাঙা ব্রিজের পাশের এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক মফিজুল ফুলবাড়ী উপজেলার কাশীপুর আটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গাগলা বাজারের পশ্চিম পাশের হাড়িয়ারডাঙ্গা ব্রিজ সংলগ্ন মফিজের মোড়ে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহ হওয়ায় ফুলবাড়ী থেকে আসা একটি অটোরিকশা থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে ওই অটোরিকশার সিটের নিচ থেকে বিশেষ কায়দায় পলিথিনের কাগজে মোড়ানো গাঁজার দুটি প্যাকেট পাওয়া যায়। এ সময় অটোরিকশাচালক মফিজুল ইসলামকে আটক করা হয়।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল হাসান সমকালকে বলেন, দুটি প্যাকেটে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মফিজুলের বিরুদ্ধে মামলা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..