শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

কুষ্টিয়ার ভেড়ামারায় লোকমান হোসেন হত্যা মামলায় দু’জনকে গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৩৩ বার পঠিত

কুষ্টিয়ার ভেড়ামারায় লোকমান হোসেন হত্যা মামলায় দু’জনকে গ্রেপ্তার

আবু সাঈদ কুষ্টিয়া জেলা প্রতিনিধি

ভেড়ামারায় পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড লোকমান হোসেন এর খুনের দায়ে অভিযুক্ত আসামি দুই জনকে গ্রেফতার করেছে কুষ্টিয়া র‍্যাব-12 গ্রেপ্তাকৃত আসামি দর্পন হার্ডওয়্যারের মালিক মতিয়ার রহমানের ছেলে দর্পণ আলী (৬১) ও দর্পণের ছেলে সাহিনুর রহমান সাহান (২২)
গতকাল ৭ তারিখ
ব্যাটালিয়ন (র‌্যাব-১২) কেম্পানী-১ কুষ্টিয়া এক সংবাদ সমে্মেলনে এ এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ২ আগষ্ট লোকমান হোসেন পাওনা টাকা আদায়ের জন্য ভোড়ামারার দর্পন হার্ডওয়্যারে যায় দোকানের মালিক দর্পণ আলীর পূত্র আব্দুল আউয়াল র‌্যাভেনের কাছে রক্সি পেইন্টের পাওনা টাকা দিয়ে দেয়ার জন্য রেখেছিলেন। র‌্যাভেন ওই টাকা আত্মসাতের করে এরিয়া ম্যানেজার লোকমান হোসেনকে হত্যার করে পরিকল্পিতভাবে ভাবে ম্যানেজার লোকমান হোসেনকে র‌্যাভেনের ছোট ভাই সোহান তাদের গুদামে নিয়ে যায়। সেখানে ছিলেন প্রান্ত ইসলাম সাব্বির (২১) তাহাজ আলীর ছেলে শুভ (২৩) সোহান এ দুজনকে সঙ্গে নিয়ে লোকমানকে হাতুড়ি দিয়ে আঘাত করে, শ্বাসরোধ করে হত্যা করে,
ঘটনার পরে ব্যাপারটা তার বাবা দর্পন আলীকে জানান। তিনি লাশটি গুম করে ফেলতে বলেন গভীর রাতে র‌্যাভানের বন্ধু জীবন, তুহিন মরদেহটি হাইস্কুলের পাশের গলিতে ফেলে আশে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..