কুষ্টিয়ার মথুরাপুর এ প্রবাসীর স্রী কে প্রেমের ফাঁদে ফেলে ৭ লাখ টাকা আত্মসাত করেন বাটপার মোহন ওরফে মুন্না
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া
ঘটনাটি রহস্য উন্মোচন হয়েছে গতকাল রবিবার বিকেল ৬ টায় দৌলতপুরে নাটনা পাড়া ব্রিজ এ উপর কাজলী খাতুন (২৯) নামের মেয়েটি কে মারধর করেন মোহন (৩০) নামের একটি
ঘটনা স্থলে স্থানীয় লোকজন মেয়েটি কে উদ্ধার করে জাহানারা ক্লিনিক এ এ ভর্তি করে অপর ছেলে টি কাজলী খাতুন কে তার বিবাহিত স্ত্রী বলে কাগজ পত্র দেখান ভিকটিম কাজলী খাতুন জানান : ২ বছর আগে মোবাইল ফোন এ পরিচয় হয় মোহন (৩০) এর সাথে বোন পরিচয় এ নিয়মিত আত্তিওতা করে এক পর্যায়ে ব্যাবসার কথা জানিয়ে বোনের কাছে থেকে ধার নিয়েছে ৪ লাখ টাকা, ১ বছর পর টাকা পরিশোধ না করে,
পরে প্রেমের ফাঁদে ফেলে কাজলী খাতুন কে তার স্বামী ইরাক প্রবাসী মাহাবুব ইসলাম কে ডিভোর্স দিতে বাধ্য করেন
মোহন নিজেকে অবিবাহিত জানিয়ে কাজলী খাতুন (২৯) এর পরিস্থিতি আয়ত্তে রাখতে তাকে বিয়ে করেন
যৌতুক হিসেবে নিয়েছেন একটি মোটর সাইকেল
সাথে আরো ৩ লাখ টাকা
অথচ তার বাড়িতে বসবাস করছেন তার বিবাহিত স্ত্রী এবং দুটি সন্তান, অপর দিকে কাজলী খাতুন কে তার মায়ের বাড়ীতে রেখেছেন গত ২ বছর যাবত যেখানে মাঝে মধ্যে যাওয়া হয় মোহন এর,
এ ঘটনায় রহস্য উন্মোচনের জন্য দ্যা ডেইলি নাগরিক টাইমস এ একটি বার্তা দিয়েছিলেন কতৃপক্ষ নাগরিক টাইমস,
গতকাল ৩০ তারিখ সকালে হঠাৎ করেই কাজলী খাতুন
মোহন এর বাড়ী মথুরাপুর এ গিয়ে বিপাকে পড়েছেন মোহন কে স্বামী দাবী করায়
মারধর এর শিকার কাজলী খাতুন বর্তমান এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে
এ ঘটনায় মামলা করবেন বলেও জানান তার পরিবার