রাশেদুল ইসলাম আপেল স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম সদরে ধরলা নদীর ভাঙ্গনে নিঃস্ব ২৩ টি পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সাজানো সংসার চোখের পলকে হারিয়ে হতবাক,বাকরুদ্ধ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বপ্নহীন পরিবার গুলো কে ঘুরে দাড়াতে দেয়া সরকারের এই সহায়তা পেয়ে নির্বাক গ্রহহীন বাস্তুহারা মানুষ গুলো খুশিতে মুখ ফুটেছে।
ঘরবাড়ী হারিয়ে হতবাক মানুষের সহায়তা দিতে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ছুটে যান সারডোব এলাকায়। সরেজমিনে প্রত্যক্ষ করে ঘরহারাদের সহায়তা করার আশ্বাস দিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী নদী ভাংগনে শিকার সবাই কে সহায়তা করবেন।। আপনারা হতাশ হবেন না।
বুধবার বিকেলে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় ধরলা নদীর ভাঙ্গনে বাস্তুহারা ২৩ পরিবারকে এসব সহায়তা দেয়া হয়। নদী ভাংগনে বিলীন ঘরহারা প্রত্যেক পরিবার এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর নির্মাণের জন্য নগদ ৩ হাজার করে টাকা দেয়া হয়।
প্রধানমন্ত্রীর দেয়া সহায়তা বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন,হলোখানা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ উমর ফারুক,পিআইও খন্দকার ফিজানুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।