শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়িতে স্থাপত্য শিল্পের মতো নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মসজিদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৫৮ বার পঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে স্থাপত্য শিল্পের মতো নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মসজিদ

মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় সম্পূর্ন ব্যক্তি উদ্যোগে তৈরি হচ্ছে স্থাপত্য শিল্পের মতো একটি দৃষ্টিনন্দন মসজিদ। মসজিদের সাথে একটি অত্যাধুনিক শিক্ষাব্যবস্থা সম্বলিত মাদ্রাসাও রয়েছে, যাতে শতাধিক শিক্ষার্থী আবাসিক অনাবাসিক হিসেবে মাদ্রাসার পাশাপাশি প্রচলিত শিক্ষায় ও শিক্ষিত হতে পারছে।

অবস্থানগত দিক দিয়ে মসজিদটি কুড়িগ্রাম জেলার শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতু থেকে এক কিলোমিটার এবং ফুলবাড়ী উপজেলা সদর থেকে আড়াই কিলোমিটার দূরত্বে শিমুলবাড়ী ইউনিয়নে সোনাইগাজী নামক জায়গায় অবস্থিত।

দৃষ্টিনন্দন এই মসজিদ ও মাদ্রাসার উদ্যোক্তা হিসেবে প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান ও সহযোগী হিসেবে তার দুই ভাই শিক্ষক রফিকুল ইসলাম ও রেফাজুল আলম তাদের কর্মজীবন ও সংসার জীবনের আয় থেকে যখন যা সম্ভব তা দিয়ে সহায়তা করার মাধ্যমে নির্মিত হচ্ছে এই দৃষ্টিনন্দন মসজিদ।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইগাজীর শতবর্ষী পিতা-মৃত নঈম উদ্দিন পাটোয়ারীর ছেলে অবসরপ্রাপ্ত প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান কর্মজীবনে বাংলাদেশ সরকারী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টিএন্ডটি এবং ফোন কোম্পানি টেলিটকের প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।
তার ঐকান্তিক প্রচেষ্টা থেকে তার অপর দুই ভাই ও এগিয়ে আসে এই দৃষ্টিনন্দন মসজিদ ও একটি মাদ্রাসা নির্মাণের জন্য, যার একজন রফিকুল ইসলাম শিক্ষক এবং রেফাজুল আলম তিনিও একটি কলেজে শিক্ষক হিসেবে কর্মরত । মসজিদটির ডিজাইনার গাজীপুরের বিশিষ্ট প্রকৌশলী জাহাঙ্গীর কবির।

কথা হলে নাগেশ্বরী মহিলা কলেজের শিক্ষক রেফাজুল আলম জানান, ২০১৮ সালে বড় ভাই প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান নিজেদের ও কেনা মিলিয়ে প্রায় ৬০ শতাংশ জায়গার উপর এই মসজিদ ও মাদ্রাসা নির্মাণের কাজ শুরু করেন যাতে উৎসাহ দেন ইজতেমা থেকে আসা হাফেজ্জী হুজুরের স্নেহভাজন একজন শিষ্য মাওলানা লেহাজ উদ্দীন। প্রয়োজনে এর পরিধি বাড়াতে হলে যদি আরো কিছু প্রয়োজন হয় তবে সামর্থ্য অনুযায়ী কিনে নেয়া হবে।

নির্মাণ কাজে জড়িত ঠিকাদার ও দেখাশুনাকারী তত্ত্বাবধায়ক মোঃ জয়নাল আবেদীন, উদ্যোক্তা ছোট ভাই রেফাজুল আলম ও মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে জানা যায়, ৭২ ফিট দৈর্ঘ্য ও ৪২ ফিট প্রস্থ এবং ১২ ফিট উচ্চতাবিশিষ্ট মসজিদের মূল অংশের দু’পাশে দুটি পার্শ্বস্থান রাখা আছে যাতে সব মিলিয়ে তিনতলা বিশিষ্ট এ মসজিদটি একই সাথে প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদটিতে বিশেষ কিছু স্থাপত্য শিল্পের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা করা হতো বিভিন্ন ভারতীয় সম্রাটের আমলে, যেমন ছাঁদ সাধারণ ভবন গুলোর মত ঢালাই প্রকৃতির না দিয়ে পরিপূর্ণ ইট বসানো হয়েছে, ইট দিয়ে নির্মিত এই বিশেষ ব্লক, যা রডের ফাঁকে ফাঁকে বিশেষ ভাবে বসিয়ে নির্মাণ করা হয়েছে, বাহিরে ওয়ালে দেয়া হয়েছে বিশেষ সৌন্দর্যবর্ধক ইট যা দেখতে অনেকটাই পুরাকীর্তির মত । এছাড়াও এর ভিত্তিপ্রস্তর তৈরি করার সময় থেকে নেয়া হয়েছিল বিশেষ রকমের ব্যবস্থা।

কথাপ্রসঙ্গে জানা যায়, যে তারা নিজেরা উদ্যোক্তা হলেও অনেকে আগ্রহ করে দৃষ্টিনন্দন মসজিদটিতে হয়তো কিছু সাহায্য করলেও করতে পারে সে ক্ষেত্রে তাদের কোন বলার কিছু নেই, মসজিদ এটি সকল মুসলিম জনগোষ্ঠীর মানুষের নামাজের জন্য এবং মাদ্রাসাটি এলাকার শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার একটি প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দাদের মতে, তাদের এলাকায় এত সুন্দর একটি মসজিদ ও একটি মাদ্রাসা হচ্ছে এর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ দেয়ার পাশাপাশি তারা নিজেরাও গর্বিত যে তাদের এলাকায় এত সুন্দর দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হচ্ছে, তারা বলেন, আধুনিক মাদ্রাসাটি আমাদের শিশুদের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মসজিদটি আমাদের জন্য তথা কুড়িগ্রাম জেলা বাসীর জন্য গর্বের বিষয়।

মসজিদটি সম্পূর্ণরূপে নির্মিত হলে এই এলাকার একটি দৃষ্টিনন্দন স্থাপত্য হিসেবেও পরিচিতি পাবে বলে অনেকের ধারণা।

নিউজটি শেয়ার করুন

3 thoughts on "কুড়িগ্রামের ফুলবাড়িতে স্থাপত্য শিল্পের মতো নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মসজিদ"

  1. Right here is the perfect webpage for everyone who would like to understand this topic. You understand a whole lot its almost tough to argue with you (not that I really will need toÖHaHa). You certainly put a fresh spin on a subject that has been discussed for a long time. Wonderful stuff, just excellent!

  2. ilogidis.com
    “감히 Wei Guogong을 반역죄로 고소하는 사람은 배짱이 없습니까?”

  3. qiyezp.com says:

    qiyezp.com
    그는 Fang Jifan을 바라보며 기뻐하며 “확실합니까? “라고 물었습니다.

Leave a Reply

এ জাতীয় আরো খবর..