শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

কিশোরগঞ্জ কিশোর গ্যাংদের দুই গ্রুপের ঝগড়াকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১১২ বার পঠিত

কিশোরগঞ্জ কিশোর গ্যাংদের দুই গ্রুপের ঝগড়াকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জে কিশোর গ্যাংদের দুই গ্রুপের ঝগড়াকে কেন্দ্র করে মুসলিম (৬০)নামের এক ব্যক্তি নিহত ও অন্তত ১০জন আহত হয়েছেন। নিহত মুসলিম জালুয়াপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলা চৌদ্দশত জালুয়াপাড়া ও পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলা বনগ্রাম ইউনিয়নের শিমুহা নেহারদিয়া পশ্চিম পাড়া গ্রামের লোকজন মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই জন কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকালে জালুয়াপাড়া এলাকায় কিশোর গ্যাংরা খেলাধুলা করার সময় তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় পরে গিয়ে প্রাণ হারান মুসলিম নামের এক ব্যক্তি, মুসলিম কে কিশোরগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে আহত হয়েছেন দুই গ্রুপে অন্তত ১০ জন।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ জানান ছোট ছেলেদের ঝগড়াকে কেন্দ্র করে পড়ে গিয়ে মুসলিমের মৃত্যু হয়েছে বলে জেনেছে তিনি। এ ঘটনায় দুইজন কে আটক করেছে পুলিশ, তারা হলেন কিশোরগঞ্জ সদর থানা চৌদ্দশত ইউনিয়নের বটখিলা গ্রামের মৃত মুর্শিদ আলীর ছেলে মালেক (৬০) ও তার ছেলে উজ্জ্বল( ৩৫) শিমুহা নেহারদিয়ার আফতাব উদ্দিন ছেলে মাজহারুল ইসলাম হারুন( ২৫) এবং মৃত আঃ মজিদের ছেলে রতন মিয়া (৫০)।

মুসলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..