সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ (নীলফামারী) নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশের ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনে নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ৫ (আগস্ট) সকাল ১১ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল , সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ, অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার তুষার কান্তি রায়,সমাজসেবা অফিসার ফরহাদ হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ আরোও অনেকে।