কিশোরগঞ্জ জেলা সদরে যৌতুকের টাকা না দেয়ায় মোছা. ময়না আক্তার নামের এক গৃহবধূসহ একই পরিবারের ৪ সদস্য কে পিটিয়ে গুরুতর আহত করেছে গৃহবধূর শশুর বাড়ির লোকজন।
গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) বেলা ২টার দিকে কিশোরগঞ্জ সদর জেলা উপজেলার ৮নং মারিয়া ইউনিয়নের বগাদিয়া তালতলা গ্রামে এই ঘটনা ঘটেছে।
এই বিষয়ে বুধবার গৃহবধূর মা মোছা. রোকিয়া বাদী হয়ে মেয়ের জামাই মো. সোহেল মিয়া সহ ৫ জনকে আসামী করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত গৃহবধূর স্বামী মো. সোহেল মিয়া জেলা সদরের বগাদিয়া তালতলা গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে।
মামলার অন্য আসামিরা হলো, পিতা অজ্ঞাত মো. বাবুল মিয়া, রিপন মিয়া, কবির মিয়া, জুয়েল ও মোছা. আমেনা বেগম।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিগত ৩ বছর পূর্বে মো. নজরুল ইসলামের মেয়ে গৃহবধু মোছা. ময়নার সাথে বিয়ে হয় পাশের বাড়ির মো. বাবুল মিয়ার ছেলে মো. সোহেল মিয়ার সাথে। বিবাহের পর থেকে
প্রতিমাসে যৌতুকের জন্য উক্ত গৃহবধূকে তার শ্বশুর-শাশুড়ি ও দেবর বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার মোছা. ময়নাকে যৌতুকের জন্য মারধর করে। একপর্যায় মেয়ের বাবা মো. নজরুল তার প্রতিবাদ করলে মেয়ের স্বামী মো. সোহেল, শ্বশুর বাবুল, দেবর ও তাদের আত্মীয় স্বজনদের নিয়ে মেয়ে, মেয়ের বাবা, বোন ও তাদের বাড়িতে বেড়াইতে আসা তার নানীর উপর দেশীয় অস্ত্র ও লাঠি দ্বারা পিটিয়ে গুরুতর আহত করে। এক পর্যায় তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী তাদের কে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বর্তমানে তারা কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
যৌতুকের হামলার স্বীকার গৃহবধূ মোছা. ময়না বলেন, যৌতুকের টাকা চেয়ে আমাকে প্রায়ই মারধোর করে। আমার জামাই, শুশুর ওরা ইয়াবার ব্যবসা করে। আমি তাদেরকে বাঁধা দিলে আমাকে জানে মেরে ফেলার হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।
এই বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার এস আই মো. নয়ন সংবাদ মাধ্যম কে জানান আমার কাছে একটি অভিযোগ দিয়েছে ভুক্ত ভোগী পরিবার, তদন্ত সাপেক্ষে উক্ত অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।