বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

কাশিয়ানীতে চরম হতাশা আর সুবিধা বঞ্চিত চার’টি ইউনিয়নের জনগণ:

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৭৬ বার পঠিত

কাশিয়ানীতে চরম হতাশা আর সুবিধা বঞ্চিত চার’টি ইউনিয়নের জনগণ: লিটন বিস্বাস(তন্ময়) গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার চার’টি ইউনিয়নে বসতিদের যাতায়াতের একমাত্র রাস্তা পারুলিয়া ইউনিয়নের কুমারিয়া বাজার হতে বড় পারুলিয়া বটতলা পর্যন্ত প্রায় ৪কিলোমিটার দৈর্ঘ্য এ রাস্তাটি।
উপজেলার মাহমুদপুর, সাজাইল, ওড়াকান্দি, ও পারুলিয়া ইউনিয়নের
ঘনবসতি পূর্ণ এলাকার শত শত শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন।
আবার অন্যদিকে এলাকাটি কৃষি নির্ভর হওয়ার ফলে রাস্তাটি জনস্বার্থে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ও এলাকার প্রসূতি মা ও শিশু এবং বয়স্ক ব্যক্তি অসুস্থ হলে চিকিৎসার জন্য এ রাস্তা টি ব্যবহার করতে হয়।
রাস্তাটি অধিকাংশ স্থানে ভেঙ্গে ডেবে একাকার হয়ে গেছে তাতে বর্ষার পানি জমলে
সম্পূর্ণ রাস্তা জুড়ে পানি জমে থাকে, ফলে গাড়ি চলাচল তো দূরের কথা মানুষের হেঁটে যেতেই হিমশিম খেতে হয়।
এদিকে স্থানীয় বাজারেগুলোতে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রী কেনাকাটায় ব্যবহার করতে হয় রাস্তাটি।
স্থানীয়রা জনদুর্ভোগ ও বিড়ম্বনার অবসান ঘটাতে দ্রুত মেরামত ও প্রশস্থের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।
এ বিষয়ে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মোরশেদুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন- সড়কটি জনসাধারণের জন্য গুরুত্ব বহন করে,ইতিমধ্যে রাস্তাটি উন্নয়নের জন্য তালিকা বদ্ধ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য দিয়েছি। অনুমোদন পেলে দ্রুত মেরামতের কাজ শুরু করতে পারব বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..