শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৯

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৩০ বার পঠিত

 

কাজাখস্তানে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ৯

জসীম উদ্দিন ইতি

মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে
কয়েক দফা বিস্ফোরণে দেশটির ৯ সেনা সদস্য এবং দমকলকর্মী নিহত হয়েছেন। আহত
হয়েছেন ৯০ জন। এছাড়া আরও চার জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

কাজাখস্তানের প্রতিরক্ষামন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ শুক্রবার এক সংবাদ
ব্রিফিংয়ে জানিয়েছেন, ঝাম্বিল প্রদেশের যে সামরিক স্থাপনায় প্রকৌশলগত
কাজের জন্য বিস্ফোরক সংরক্ষণ করে রাখা ছিল, সেখানে বৃহস্পতিবার আগুন
লাগার কারণ কী তা এখনো স্পষ্ট নয়।

মোট দশটি বিস্ফোরণের পর আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে এসব সেনা নিহত
হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন,  ২০১৯ সালে আরিস শহরে একই রকম দুর্ঘটনায়
চার জন নিহত হওয়ার পর সেখান থেকে বিস্ফোরকগুলো এনে এই সামরিক ঘাঁটিতে
রাখা হয়েছিল।

কাজাখস্তানে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির স্থানীয় শাখা আজাত্তিককে
দেশটির প্রতিরক্ষামন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ পৃথকভাবে আরও জানিয়েছেন,
সামরিক ঘাঁটিতে ওই দুর্ঘটনার পর তিনি সরকারের কাছে তার পদত্যাগপত্র
ইতোমধ্যে জমা দিয়েছেন।

সামরিক ওই ঘাঁটির দফায় দফায় বিস্ফোরণের পর কর্তৃপক্ষ তার আশেপাশের এলাকার
শত শত মানুষকে নিরাপদে উদ্ধার করে নিয়েছে। ঝাম্বিল প্রদেশের সর্ববৃহৎ শহর
আলমাতির সঙ্গে সংযোগকারী প্রধান মহাসড়কটিও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..