কাচপুর কোস্টগার্ডের অভিধানে জাটকা ইলিশ জব্দ প্রায় সাড়ে তিন টন
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ ইমাম হোসেন –গতকাল নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুইটি ট্রাক তল্লাশি করে প্রায় সাড়ে তিন টন অবৈধ ঝাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ডের একটি টিম। ট্রাক ২ টি অবৈধ ঝাটকা নিয়ে নোয়াখালী থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
বাংলাদেশ কোস্টগার্ড কমান্ডার সিয়াম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান জব্দকৃত ঝাটকার প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ড্রাইভার এর উপস্থিতিতে জাটকা ব্যতীত অন্যান্য মাছ গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত ঝাটকা ইলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা এতিমখানা ও গরীব অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।।