বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

কষ্টের শেষ কোথায় ত্রাণ চাইনা পাকা সড়ক চাই। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৬৩ বার পঠিত

 

সুভাষ বিশ্বাস স্টাফ রিপোর্টার নীলফামারীঃ সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের একটি পাকা সড়কের অভাবে সহস্রাধিক মানুষের কষ্ট আর ভোগান্তি চরমে উঠেছে।
লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরী থেকে নিমতলী ১ কিলোমিটার মাটির রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ট্রাকটর বালু মহল থেকে বালু বিভিন্ন জায়গায় বহন করায় মাটির রাস্তা টির বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে বলে  জানিয়েছেন এলাকা বাসি।
অল্প বৃষ্টির পানিতে হাটু কাদায় পরিনত হয় রাস্তাটি, য়ার ফলে কৃষি পণ্য পরিবহনে চরম ভোগান্তির শিকার হচ্ছে এলাকার মানুষ।
এলাকাবাসী  রেজাউল করিম বলেন বালু ব্যাবসায়ীরা রাস্তাটির এ অবস্থা করেছে।
আবু সুফিয়ান বলেন আমাদের উৎপাদিত কৃষিপণ্য হাট বাজারে পরিবহনের একটি মাত্র  রাস্তা, ভ্যানের চাকা কাদা মটিতে দেবে জায় কষ্টের শেষ থাকেনা। এম পি ও প্রধানমন্ত্রীর নিকট আবেদন দ্রুত  আমাদের রাস্তা টি পাকা সড়ক করে দেন। গ্রামের হাজারো মানুষের কষ্ট দূর হবে।  লক্ষ্মী চাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান ৪০ দিনের কম সৃজন প্রকল্প দিয়ে রাস্তাটি সংস্কার করিয়ে ছিলাম কিন্তু বালুর গাড়ী  সব শেষ করে দিয়েছে। মাটির ১ কিলো রাস্তাটি পাকা করার জন্য ঢাকা এল জি ইডি অফিসে অনেক ছোটাছুটি করেছি এখনপর্যন্ত করেয়াচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..