কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু কে হত্যার চেষ্টা। সন্ত্রাসী শামসুল সহ আটক ২
নাটোরের সিংড়ায় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মঈনুল হক চুনু কে গুলি করে হত্যার চেষ্টার সময় দুর্ধর্ষ সন্ত্রাসী শামসুল ও বাবলু কে আটক করে জনতা। পরে পুলিশ হেফাজতে সিংড়া থানায় নেয়া হয়।
সন্ত্রাসী শামসুল উপজেলার কালীনগর গ্রামের কানু মন্ডলের পুত্র।
সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনুর পুত্র আসাদ জানান, বুধবার রাত ৮ টার দিকে সিংড়া উপজেলার ৪ নং কলম ইউনিয়নের ২ নং ওয়ার্ড পারসাঐল হাজিপুরে নির্বাচনী পথসভা শেষে রাস্তায় গণসংযোগ চলাকালে হেলমেট পড়া অবস্থায় সন্ত্রাসী শামসুল পিস্তল বের করে গুলি করার সময় জনতার হাতে আটক হয়। এসময় অপর ভারাটিয়া সন্ত্রাসী বাবলুকে ও আটক করে জনতা।
উল্লেখ্যঃ সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার আসামী শামসুল। ফুনু হত্যার পর উপনির্বাচনে বিজয়ী হন তারই ভাই মঈনুল হক চুনু। গত ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান হন তিনি। এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘৌড়া প্রতিক পেয়ে প্রচারনা শুরু করেন তিনি।