বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গোদাগাড়ী কে রেড জনে চিহ্ন করা হয়েছে।।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২১০ বার পঠিত

 

তরিকুল ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি 

রাজশাহীর গোদাগাড়ীতে করোনা আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় উপজেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২ জুলাই পর্যন্ত উপজেলায় আক্রান্ত সংখ্যা ১০০ জন। মৃত্যু হয়েছে ২০ জন। তবে সরকারি তথ্যর বাহিরেও করোনার উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় শকাধিক।

সরকারি তথ্য অনুযায়ী উপজেলার ৯টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার মধ্যে গোদাগাড়ী পৌরসভায় করোনা শনাক্তের হার বেশি। সরকারি তথ্য অনুযায়ী গোদাগাড়ী পৌরসভায় করোনায় আক্রান্ত ৩০জন। আর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত মাটিকাটা ইউনিয়নে ২২ জন। এরপর রয়েছে গোগ্রাম ইউনিয়নে ১২ জন।কাকনহাট পৌরসভাসহ বাকি ৭টি ইউনিয়নে মানুষের পরীক্ষা করার ব্যাপারে অনীহা থাকায় এসব এলাকায় করোনা রোগী চিহ্নিত করা যাচ্ছে না। তবে স্থানীয় লোকজন বলছে সদর থেকে ১৭ কিলোমিটার দূরে স্বাস্থ্য কমপ্লেক্স এর অবস্থান হওয়ায় লোকজন যেতে চায় না। উপজেলা সদরে ৩১ শয্যা বিশিষ্ট একাটি সরকারি হাসপাতাল থাকলেও করোনা পরীক্ষার কোন ব্যবস্থা নেই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তালেব বলেন, গোদাগাড়ীতে করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় রেডজোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসন প্রতিরোধে কাজ করে যাচ্ছে। আক্রান্তদের মধ্যে ভারতীয় ধরন ডেল্টা প্লাস রয়েছে। এই ধরনের করোনা রোগী অন্যদের মাঝে তাড়াতাড়ি ছড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, উপজেলার পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধ বিষয়ক কমিটি রয়েছে। লোকজনকে কমিটির পক্ষ থেকে করোনা সর্ম্পকে সচেতনতা করা হলেও পরীক্ষা ব্যাপারে লোকজনের আগ্রহ কম। করোনায় আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

তবে জটিল করোনা রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে উপজেলায় কঠোর বিধিনিষেধ পালনে প্রশাসন মাঠে রয়েছে। গণপরিবহন ও মার্কেট বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম বলেন, কোন জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাহিরে আসলে জেল জরিমানা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..