করা নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন।
মোঃ জুবায়ের হোসেন
স্টাফ রিপোর্টার ঃ
মাদারীপুর জেলাপরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায়
নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জনাব মুনীর চৌধুরী। তবে
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই প্রথম ইভিএমের ভোটে সাধারণ সদস্য ও
সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে রাজৈর উপজেলায় সাধারণ সদস্য
পদে মামলা সংক্রান্ত ঝামেলায় নির্বাচন স্থগিত রয়েছে।
সাধারণ সদস্য পদে বেসরকারী ভাবে নির্বাচিত হলেন মাদারীপুর সদর উপজেলায়
সদস্য পদে জনাব মহিউদ্দিন খান নাঈম, কালকিনি উপজেলায় জনাব রফিকুল ইসলাম, ডাসার
উপজেলায় জনাব মীর মামুন, শিবচর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় জনাব ইলিয়াস পাশা।
এছাড়া সংরক্ষিত সাধারণ সদস্য পদে সদর, কালকিনি ও ডাসার উপজেলায় হয়েছেন
মোসা. রোকসানা পারভীন ও শিবচর-রাজৈর উপজেলায় আয়শা সিদ্দিকা মুন্নী।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, জেলা পরিষদ
নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থী মুনীর
চৌধুরী নির্বাচিত হন। এছাড়া সদর উপজেলায় সদস্য পদে ২ জন, কালকিনিতে ২,
ডাসার ৪, রাজৈর ২, শিবচর উপজেলায় সাধারণ সদস্য পদে বিনাপ্রতিন্ধন্ধিতায়
মো. ইলিয়াস হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত নারী
আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলা থেকে ৫ জন এবং রাজৈর ও শিবচর
উপজেলা থেকে দুইজন প্রতিদ্বন্ধীতা করছেন। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে
রাজৈর উপজেলায় সদস্য পদে নির্বাচন স্থগিত রয়েছে।