কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা
রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
আজ ২৫ অক্টোবর ২০২২ খ্রি. মঙ্গলবার বেলা ১৫:০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার এবং রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আবু বকর সিদ্দীক, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জহির উদ্দিন মোঃ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফ হোসেন টিটো, মোঃ আতিক উল্লাহ, প্রফেসর মোঃ শাহ আলম, পার্থ হোসেন, মোস্তফা জামাল সুমন, শেখ সাদিয়া আফরিন ফারজানা, এসএম রেজাউল করিম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জামিল আক্তার, নাজনীন রহমান, ডাক্তার মেশকাতুর রহমানসহ রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপনের প্রাক-প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় ও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।