শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

কঠোর লগডাউনের ৫ ম দিনে শ্রনদী বাজারে ২ টি দোকান সিলগালা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২২৫ বার পঠিত

 

মোঃ জুবায়ের হোসেন 
স্টাফ রিপোর্টার :
মাদারীপুর সদর উপজেলা শ্রীনদী বাজারে আজ ২ টি দোকান সিলগালা করা হয় দোকান ২ টি হলো খান গার্মেন্টস ও জন্নাত বস্ত্রবিতান। সিলগালা করেন সদর উপজেলা নির্বাহী ম‍্যাজিস্টেট জন্নাতারা জান্নাত এবং তিনি বাজারের বিভিন্ন অলিগলি পরিদর্শন করে বলেন সরকার ঘোষিত সকল বিধি নিষেধ মেনে চলতে হবে তিনি আরো বলেন আমি প্রতিদিনই আসবো আপনাদের সর্তক করে দেয়া হলো। কাচা বাজার ও নিত্য প্রয়োজনিও সকল দোকান সকাল ৯ টা থেকে বিকেল ৫ পযর্ন্ত খোলা থাকবে বিকেল ৫ টার পরে কোনো দোকান পাঠ খোলা রাখা যাবে না এবং যদি কোনো দোকান খোলা পাওয়া যায় সাথে সাথে তার উপর আইনি ব‍্যাবস্থা গ্রহন করা হবে। এবং যে সমস্ত দোকান পাঠ বন্ধুদের নির্দেশ আছে সেই সমস্ত দোকান পাঠ খোলা পেলে সাথে সাথেই সিলগালা করেদেয়া হবে।
প্রসঙ্গ আজ ২৭ জুলাই আনোমানিক ১১ টা ৩০ সে আসে নির্বাহী ম‍্যাজিস্টেট জান্নাতারা জান্নাত সাথে ছিলো ১ প্লাটন বিজিবি তিনি এশেই খান গার্মেন্টস ও জান্নাত বস্ত্রবিতান খোলা দেখেন এবং ভিতরে অনেক লোকজন বসা দেখতে পান এই অবস্থা দেখেই তিনি সাথে সাথে দোকান ২ টো কে সিলগালা করে দেন। এবং বাজারে কিছু লোককে মাক্স ছাড়া পেয়ে বিজিবি তাদেরকে কান ধরে উঠবস করে ছেড়ে দেন। এবং সকলকে মাক্স পরার উপর নির্দেশ দেন মাক্স ছাড়া কোনো লোক বাজারে ও কোনো দোকানে কোনো  ধরনের সেবা নিতে পারবেনা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..