আহসান উল্লাহ মহেশখালী উপজেলা প্রতিনিধি।
প্রথম দিনের কঠোর লকডাউনে কঠোর অবস্থানে রয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন, করা হচ্ছে জরিমানা দেওয়া হচ্ছে শাস্তি। সরকারের নির্দেশনা উপেক্ষা করেই খোলা রাখতে দেখা গিয়েছে দোকান মার্কেট ও শপিংমল। আইন শৃংখলারক্ষা বাহিনী আসলেই বেঁধে দেওয়া হয় দোকান মার্কেটের সাটার ও গ্রিলড, তারা চলে গেলে আবার তুলে নেওয়া হয় তা। যেনো চোর পুলিশ খেলা।
গত ৭ দিন স্বাস্থ্যবিধি মেনে বিধি নিষেধ তুলে নেওয়ার পর ফের ১৪ দিনের কঠোর লকডাউন দেয় সরকার। আর এ বিধি নিষেধ যথাযথভাবে কর্যকর করতে ২৩ জুলাই শুক্রবার সকাল থেকে উপজেলা প্রশাসন কঠোরভাবে মাঠে রয়েছেন। খুব বেশি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে না দেওয়ার পাশাপাশি অহেতুক কেউ বের হলেই শাস্তি দেওয়ার পাশাপাশি করা হয়েছে জরিমানা।
কার্যকরী লকডাউনে উপজেলা প্রশাসনের সাথে দেখা গিয়েছে পুলিশ, নৌবাহিনী ও আনচার বাহিনীকেও। প্রথম দিনে মহেশখালীর বিভিন্ন জায়গায় ৭ মামলায় মোট ১৮শ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রাত বিরাতে উপজেলার বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছে উপজেলা নিবার্হী অফিসারের নেতৃত্বে আইনশৃংঙ্খলা বাহিনী।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান জানান, সকাল থেকে রাত পর্যন্ত আমরা জনসচেতনতার লক্ষ কঠোরভাবে অবস্থানে রয়েছি। অহেতুক কেউ বের হলে সাথে সাথেই ব্যবস্থা নিচ্ছি। আমাদের সাথে ছিলো নৌবাহিনী, বিজিবি, ও আনচার বাহিনী।