মোঃসিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টার: নীলফামারীতে করোনার আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। সংক্রমণের হার যাতে কমিয়ে আনা যায় সে লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। গত মাসে সংক্রমণ হার অনেক কম ছিল। এ কয়দিনে আক্রন্তের হার অনেক বৃদ্ধি পেয়েছে। সুস্থ থাকতে হলে অবশ্যই কঠোর বিধিনিষেধ মানতে হবে। কথাগুলো বলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী। সারাদেশের মতো এ জেলাতেও সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছে। এ সময় নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সাকেল) সারোয়ার আলম, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রমিজ আলম,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান উপস্থিত ছিলেন ।