বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

কটোর লকডাইনের মধ্যে রাজশাহীতে বিকেল হলেই দোকানপাট খুলছেন মোড়ের ব্যবসায়ীরা, জরিমানাও চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৩৫ বার পঠিত

 

তরিকুল ইসলাম (তারেক),রাজশাহী জেলা প্রতিনিধি:

কঠোর লকডাউনের ভেতর রাজশাহী শহরে কিছুটা বেড়েছে মানুষের চলাচল। বিশেষ করে নগরীর অলি-গলি ও বিভিন্ন মোড়ে মোড়ে মানুষের আড্ডাও বেড়েছে। এমনকি মূল শহর থেকে একটু ভিতরের দিকে গেহলেই মোড়ে মোড়ে দোকানপাটও খোলা দেখা গেছে। বিকেলের দিকে দোকানপাট খোলার সংখ্যা বাড়ছে। বেড়েছে রিকশার সংখ্যাও। তবে অহেতুক ঘরের বাইরে আসা মানুষকে জরিমানাও করছে প্রশাসন।

লকডাউনের চতুর্থ দিন রবিবার সকালে নগরীর সাহেববাজার এলাকায় গিয়ে দেখা গেছে, নানা প্রয়োজনে বাইরে এসেছেন মানুষ। শহরে সংখ্যায় কম হলেও চলাচল করছে ব্যাটারিচালিত রিকশা। এছাড়া মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়িও চলছে। তবে বন্ধ রয়েছে দো

কানপাট।নগরীর তেরোখাদিয়া মোড়ে সকাল ১১টার দিকে গিয়ে দেখা যায়, সবজি বাজারকেন্দ্রীক কয়েক শ মানুষের ভিড়। আদৌ বেশিরভাগই উৎসুক জনতা। বাইরে বের হয়েছেন ঘুরাঘুরি বা চা-সিগারেট পানের উদ্দেশ্যে। অনেকেই বাজার করেও নিয়ে যাচ্ছেন।জানতে চাইলে হবিবুর রহমান নামের একজন বলেন, ‘কতক্ষণ বাড়িতে বসে থাকা যায়। তাই চা খেতে বের হয়েছি। চায়ের দোকান প্রকাশ্যে খুলছে না। তবে গলির ভিতর ফ্লাক্সে করে নিয়ে বসে থাকছে। সিগারেটের দোকান প্রকাশ্যেই খুলছে।’
শনিবার বিকেলে নগরীর কয়ের দাঁড়া মোড়ে গিয়ে দেখা যায়, সেখানে অন্তত দুই শতাধিক মানুষের আড্ডা। অনেকেই চায়ের দোকানে বসেই আড্ডা দিচ্ছেন। বিকেলের পরপরই এসব দোকানপাট খুলছে। সন্ধ্যার পর অনেকটা রাতভর কোনো কোনো দোকান খোলা থাকছে বলে জানান ওই এলাকার বাসিন্দা আকবর আলী।একইভাবে নগরীর মূল শহরের অদূরে গেলেই দোকানপাট খোলা থাকছে মোড়ে মোড়ে। তবে প্রশাসনের গাড়ি দেখলেই নিমিশেই বন্ধ হয়ে যাচ্ছে। কোনো কোনো স্থানে দোকান খোলা রাখা অবস্থায় হাতেনাতে ধরে জেল-জরিমানাও করছেন ভ্রাম্যমান আদালত।এদিকে মানুষকে ঘরে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার বাহিনীর সদস্যরাও। বিনাপ্রয়োজনে বের হওয়া মানুষকে শাস্তির মুখোমুখি করতে জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে আছে চারটি ভ্রাম্যমাণ আদালত। লকাডউন মানতে বাধ্য করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক চেষ্টা চালানো হচ্ছে। তার পরেও উৎসুক মানুষের ঘুরাফেরা রোধ করা যাচ্ছে না। বিশেষ করে ধুমপায়ীদের ঘরমুখি করা মুশকিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের একাধিক কর্মকর্তা।রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক জানান, রবিবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকায় ২৬টি মামলায় ৩৭ জনকে জরিমানা করা হয়েছে। এঁদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৯ হাজার ৭০০ টাকা। এর আগের দিন শনিবার নগরীতে ৪১টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে ২১ হাজার ৯০০

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..